
কুঠিরের মাঝে থাকা পাখিটার ও আশ্রয় প্রয়োজন। সে আশ্রয় হোক শান্তির। মানুষ তো পাখির মতো কোমল রক্তক্ষরণের। তাদের আবাস তাদের জীবনের সবচেয়ে শান্তির জায়গা। গরীব মানুষের কাছে তাদের শেষ আশ্রয় স্থল একটি ঘর। সে ঘর নিমার্ণে সহায়তা করছে অভিযাত্রিক ফাউন্ডেশন। সার্বিক কর্যক্রমে সহায়তা করছে সেইভ আর্থ সোসাইটি।
পুর্নবাসনের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ঘর নিমার্ণের জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় সেইভ আর্থ নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে।


