+880 1778-860757
Chanaul Miah’s Search for Money Under Dark Clouds and Empty Pockets: A Beggar’s Promise of a Clean Life

It's a rainy morning. Dark clouds loomed in the morning sky. Rains are raining. The atmosphere is overcast with happiness. In the midst of this, a crowd of workers was seen on the road. When you look at the water, you see the promise of a clean life.


Chanaul Miah was lying on the side of his road as usual. His shirt was soaked in the rain. People are leaving him at his destination. When he opened his eyes and looked at the world, the whole world woke up. The morning may have been long ago, but Chanaul Sahib did not know.
He looks around him and goes to people every day for money. If someone donates, they will be served breakfast. He was begging for mercy from the people in a very strange, pitiful voice. Some were going to touch someone's heart, but some were going to escape. No one has money to donate. Each person has a specific amount of money set aside for charity. After he gives the money, others have no choice but to apologies to him.


Chhanaul Mia was happy to collect some money from some people and sat in a small tea shop and ate tea and bread. He ate a small piece of bread with great satisfaction. "My house is gone. My home is in North Bengal. What a beautiful house!" Chanaul Mia was eating bread and telling the stories of his exciting life.


It started raining in the morning. When the storm hit, he blew his house down. The government didn't help. My parents couldn't do anything without farming. Due to being destitute, Chanaul Miah resorted to begging for his money.


"I'm going to give everything I've got to the world. It does not happen every day. 100% is a big thing for us. A lot of people burn their stomachs." Mia said.


He struggles every day to cope with life's challenges. I have tried a few jobs. He is not hired as a night guard because he is old. He has been laid off from his job.

বৃষ্টি ভেজা একটি সকাল। ভোরের আলোয় আকাশের কালো মেঘ মেঘগুলো ছেয়ে গিয়েছে। টিপটিপ বৃষ্টি গড়িয়ে পড়ছে। আষাঢ়ের মেঘে তৃপ্তির ঢেকুর তুলছে পরিবেশ। তারই মাঝে কর্মজীবী মানুষের ভীড়ে রাস্তাঘাটে হৈ হুল্লোড়ের চিত্র। পানির দিকে তাকালে দেখা মিলছে স্বচ্ছ জীবনের আশ্বাস।

ছানাউল মিয়া রোজকার মতো নিজের রাস্তার পাশে শুয়ে ছিলেন। বৃষ্টিতে তার পরনে থাকা লুঙ্গি-শার্ট ভিজে সয়লাব হয়েছে। ভ্রুক্ষেপহীনভাবে ভাবে মানুষ তাকে ডিঙিয়ে চলে যাচ্ছে গন্তব্যে। তিনি যখন চোখ খুলে পৃথিবীর দিকে তাকান, তখন পুরো পৃথিবী জেগে উঠেছে। ভোর হয়তো অনেক আগে হয়েছে, কিন্তু ছানাউল সাহেব জানতে পারেননি।

চোখ মুচড়ে তিনি চারদিকে তাকিয়ে প্রতিদিনের মতো মানুষের কাছে যাচ্ছেন টাকার জন্য। কেউ দান করলে সকালের নাস্তা তার খাওয়া হবে। সে খুব অদ্ভুত, করুণ স্বরে মানুষের কাছে দয়ার ভিক্ষা চাচ্ছিল। কারো হৃদয় স্পর্শ করলেও কেউবা এড়িয়ে যেতে চাচ্ছিল। রোজ দান করার মতো অর্থ কারো কাছে থাকে না। প্রতিটি মানুষের নির্দিষ্ট একটি অর্থ দান ও সদকার জন্য বরাদ্দ থাকে। সে অর্থ দেওয়ার পর অন্যদের কাছে তাদের মাফ চাওয়া ছাড়া উপায় থাকে না।

ছানাউল মিয়া কয়েকজন মানুষের কাছ থেকে কিছু অর্থ জোগাড় করতে পেরে খুশি মনে একটি ছোট চায়ের দোকানে বসে চা ও রুটি খান। খুব তৃপ্তি নিয়ে তিনি একটি ছোট পাউরুটি আহার করেন। "আমার ঘরবাড়ি বাণে ভাইসা গেছে। উত্তরবঙ্গে মোর বাড়ি। কি সুন্দর ঘর ছিল," ছানাউল মিয়া রুটি খাচ্ছিলেন আর বলছিলেন তার রোমাঞ্চকর জীবনের গল্প।

একদিন সকালে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সে সাথে ঝড় তীব্র হলে তার ঘর উড়িয়ে নিয়ে যায়। সরকার কোনো সহযোগিতা করে নি। চাষবাস ছাড়া বাবা-মা কোনো কাজ শিখিয়ে যেতে পারে নি। যার কারণে নিঃস্ব হয়ে ছানাউল মিয়া ভিক্ষাবৃত্তিকে নিজের পুঁজির আশ্রয় করেন।

"আমি যা পাইতেছি তা সংসারে পাঠাইয়া নিজের জন্য কিছু রাখি। মাইনষে তো প্রতিদিন টেহা দেয় না। ১০০ টেহা আমাগো জন্য বিরাট কিছু। তয় অনেক বালা মানইষে পেট পুড়ে খাওয়াইয়া দেয়," জানান ছানাউল মিয়া।

প্রতিদিন দুঃখের সাথে লড়াই করে জীবনের মোড় ঘুরাতে তিনি চেষ্টা করছেন। চাকরির চেষ্টা করেছেন কয়েক দফা। নাইট গার্ডের চাকরিতে তাকে নেওয়া হয় না কারণ তিনি বুড়িয়ে গিয়েছেন। শত অজুহাতে তিনি পর্যুদস্ত হয়েছেন কর্মক্ষেত্র থেকে।