Posted On 18/01/2025

বাসার প্লাস্টিক বর্জ্য কিনবে সেইভ আর্থ অর্গানাইজেশন

saveearth 0 comments
SAVEEARTH >> Blog Post , Help Post >> বাসার প্লাস্টিক বর্জ্য কিনবে সেইভ আর্থ অর্গানাইজেশন

আপনার বাসার প্লাস্টিক বর্জ্য কিনবে সেইভ আর্থ অর্গানাইজেশন। প্লাস্টিকের পরিবর্তে নিতে পারবেন শাক-সবজির বীজ ও চারা গাছ। এছাড়া নগদ অর্থ পাবেন আপনার বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য।

আপনার আঙিনা প্রতিনিয়ত দূষিত হচ্ছে প্লাস্টিক বর্জ্যের কারণে। দূষিত হচ্ছে আবাদি ভূমি ও ফসল। পর্যাপ্ত উর্বরতা না থাকায় ফসলি জমি দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশের মাঝে প্লাস্টিক পণ্যের বিরূপ প্রভাব বৃদ্ধির কারণে আবহাওয়া ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

শুধু কি তাই নদ-নদী, নালা-নর্দমা, সমুদ্র ধ্বংস হচ্ছে এইসব প্লাস্টিক বর্জ্যের কারণে। বাসাবাড়িতে থাকা এইসব দূষিত প্লাস্টিক থেকে ছড়াচ্ছে রেগ জীবাণু। চারদিকে ডেঙ্গুর মতো বিপদজনক রোগ বালাই ছড়িয়ে পড়ছে।

আসুন পরিবেশকে বাঁচিয়ে রাখতে সকলে মিলে কাজ করি।

 
যোগাযোগ করুন: 01778860757 (আপনার প্লাস্টিক বর্জ্য আমরা কিনবো আপনার বাসা থেকে।)
https://fb.watch/xcdZMPAYAt/

Spread the love

Related Post

কুমিল্লা লালমাই উপজেলার পালপাড়া গ্রামে ৭০টি পরিবারে শীতবস্ত্র উপহার

  লালমাই উপজেলায় ৭০টি পরিবারে শীতবস্ত্র বিতরণ সম্পূর্ণ হয়েছে। শীতের প্রকোপতা থেকে প্রান্তিক মানুষদের পাশে…

এক টুকরো ভালোবাসা ছড়িয়ে দিতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় কাজ করছে সেইভ আর্থ অর্গানাইজেশন

এক টুকরো ভালোবাসা ছড়িয়ে দিতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় কাজ করছে সেইভ আর্থ অর্গানাইজেশন। ছোট উপসংহারে…

We live in a lonely world!

  In this small world, we all lost family members and children, and in our…