মানুষের হাসিমুখ গুলো সরিষা খেতে ফুটে থাকা হলুদ পথরেখার মতো সুন্দর। মানুষ গুলো জানে না, অতীত কত নিষ্ঠুর ছিল তাদের জন্য। তাদের কল্যাণ ও ভালোবাসার কথা তৈরী হয়নি কোনো নেতার নীতি। সাদা ভাতের গন্ধ আর এক টুকরো মাংসের সুভাস তাদের কাছে মোহনীয় এক সৌন্দর্যের উপমা।
সেভ আর্থ কাজ করছে মানুষের মুখে হাসি ফুটাতে। মানুষের জন্য কাজ করতে জল ডাঙার পাখি হয়ে মানুষের পাশে থাকবে। আমরা চাই প্রতিটি জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হোক। অধিকার আদায়ে তাদের স্বর হোক বলিষ্ঠ।
অন্যায়ের প্রতিবাদ হোক, নতুন উপায়ে। অগ্রদূত হয়ে আসুক মানুষের অধিকার দূর হোক গ্লানি, মানবতার উচ্চ শিখর হোক ধ্বনিত।
200 মানুষের মুখে হাসি ফুটাতে পেরে আমরা কৃতার্থ।
আমাদের কার্যক্রমে অনুদান পাঠাতে পারেন আপনি।


