Posted On 15/01/2025

জীবনের অসহনীয় কতশত গল্প

saveearth 0 comments
SAVEEARTH >> Blog Post >> জীবনের অসহনীয় কতশত গল্প
শিকড়হীন বেড়ে উঠা মানুষ জানে না ভাঙনের অস্তিত্ব কতটা কঠিন। নুন আন্তে যাদের পান্তা ভাত পুড়িয়ে যায় তাদের বেদনার রহস্য উচ্চবিত্ত শ্রেনী কতটাই বা উপলব্ধি করতে পারে। উঠানের দাওয়াই বসে আর্তনাদ করা শিশু জানে না ঘরে আজ খাবারের বড্ড অভাব।
জীবনের অসহনীয় কতশত গল্প আমাদের এ সমাজে। তবু মুখ বুজে থাকা দারিদ্র্য থেকে মুক্তি পেতে কতই না যুদ্ধ আমাদের। এক মুঠো হাসি কিনতে অনেক টাকার তো প্রয়োজন নয়। কাউকে জড়িয়ে ধরাই তো হাসির উৎসধারা।
দুয়ারিয়ার জহির তো একটি কম্বলের মাঝে নিজের সুখস্মৃতি খুঁজে পেয়েছে। হোক না অল্প একটি উপহার, তার মাঝে থাকা ভালোবাসা তাকে কাঁদিয়েছে। এমন সুন্দর অনুভূতির খোঁজ রাখে সেইভ আর্থ অর্গানাইজেশন।
মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়াই তো মানবধর্ম। বিকশিত মেঘের মতো আমরা পাশে থাকব, সমাজ, রাষ্ট্র ও মানুষের।
Spread the love

Related Post

জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেছে সেইভ আর্থ অর্গানাইজেশন। জেলা সমাজসেবা অধিদপ্তরের…

জুনায়েদ ও সাকি দুই ভাইয়ের জীবন মরুপথের এক যাত্রা

  জুনায়েদ ও সাকি দুই ভাইয়ের জীবন মরুপথের এক যাত্রা। উত্তপ্ত বালুর সারিতে জমা তাদের…

প্রজেক্ট “হাসি মুখ”

সাম্প্রতিক বন্যায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় ২০ হাজা। ৬৪১ হেক্টর জমি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের…