Posted On 09/01/2025

জুনায়েদ ও সাকি দুই ভাইয়ের জীবন মরুপথের এক যাত্রা

saveearth 0 comments
SAVEEARTH >> Blog Post , Help Post >> জুনায়েদ ও সাকি দুই ভাইয়ের জীবন মরুপথের এক যাত্রা
 
জুনায়েদ ও সাকি দুই ভাইয়ের জীবন মরুপথের এক যাত্রা। উত্তপ্ত বালুর সারিতে জমা তাদের ভবিষ্যৎ জীবন। পদ্মফুলের মতো ফুটে থাকা তাদের হাসি গুলো অবহেলায় মিশে থাকে কুমিল্লার প্রতিটি প্রান্তরে। ঝরে পড়ে কত স্বপ্ন, তবু মাথা তুলে দাঁড়ানোর অধিকার তাদের নেই।
জীবনের ভবিষ্যৎ গড়ে তোলার পথযাত্রায় তারা অবহেলিত। মা বাবা থাকলেও রাষ্ট্র তাদের শিশুর গড়ে উঠা সুন্দর শৈশব উপহার দিতে পারে নি। কুমিল্লা শহরের টমছমব্রীজ এলাকায় এক টুকরো স্থানে তাদের দিনযাপন হয়। কোনো দিন খেয়ে, কোনোদিন বা না খেয়ে কেটে যাচ্ছে দিনগুলো।
সভ্যতা নির্মাণ করা বাঙালি জাতির ভবিষ্যৎ গড়ে তোলা শিশুরা আজ নিদারুণ কষ্টে পার করছে তাদের শৈশব। এমন নিষ্ঠুর জীবনে তাদের সহায় হয়তো একটি সুন্দর জীবন, বেঁচে থাকার জন্য একটি নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থান।
আসুন সকলে মিলে গড়ে তুলি একটু সুন্দর জীবন। হাত বাড়িয়ে দি মানুষের জন্য, মানুষ গড়ে তোলা মানবসম্পদের জন্য।
আমাদের অনুদান পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01778860757
আমাদের ফেইসবুক পেইজ :
https://www.facebook.com/SaveEarthSociety
Spread the love

Related Post

পরিবেশ আমাদের মিয়ম্রাণ সৌন্দর্যের প্রতীক

পরিবেশ আমাদের মিয়ম্রাণ সৌন্দর্যের প্রতীক। সবুজ ঘন অরণ্যের মাঝে চির তারুণ্যের সৌন্দর্য যেন তাকিয়ে থাকে…

শীতার্তদের মাঝে উষ্ণতা

মাঘ মাসের শীতে প্রকোপতায় গ্রাম অঞ্চলে মানুষের জনজীবন কঠিন হয়ে পড়ছে। শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে…

প্রজেক্ট “হাসি মুখ”

সাম্প্রতিক বন্যায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় ২০ হাজা। ৬৪১ হেক্টর জমি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের…