Posted On 29/12/2024

কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ৮০০ জন

saveearth 0 comments
SAVEEARTH >> Blog Post , Help Post >> কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ৮০০ জন

কুমিল্লার প্রায় ৮০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বেসরকারি সংস্থা সেইভ আর্থ অর্গানাইজেশন। ‘স্বাস্থ্য সকল সুখের মূল’ প্রতিপাদ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয় কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। শুক্রবার  (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিশাবন্দ ডি.কে আইডিয়াল স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান ছিল। স্বাস্থ্য সেভা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল  ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগী দেখা, ওষুধ ও ফিজিওথেরাপি সামগ্রী বিতরণ। বিনামূল্যে রক্ত, ডায়াবেটিস ও প্রেসার পরীক্ষা করা। মেডিকেল ক্যাম্পে কুমিল্লা মেডিকেল কলেজের চারজন ও ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার উপস্থিত ছিল। তারা মেডিসিন, শিশু, গাইনি, এবং সার্জারি বিশেষজ্ঞ। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন ডি. এইচ হসপিটাল। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফৌজিয়া ইয়াসমিন, সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান, চিফ অপারেটিং অফিসার আফরিন খন্দকার, ডিরেক্টর মেহেদী হাসান, চিকিৎসক ডা. মিলন, ডা.  সোহরাওয়ার্দী, ডা. সাখাওয়াত হোসেন, ডা. আশরাফ হোসেনসহ প্রমুখ। সেইভ আর্থ অর্গানাইজেশন জনগণের কল্যাণে সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন সময় এই সংস্থাটি বৃক্ষরোপণ, গরিব-দুস্থদের ঘর নির্মাণ, অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন উপহারসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

আমাদের ফেইসবুক পেজ
https://www.facebook.com/SaveEarthSociety/

 

Spread the love

Related Post

সেভ আর্থ কাজ করছে মানুষের মুখে হাসি ফুটাতে

মানুষের হাসিমুখ গুলো সরিষা খেতে ফুটে থাকা হলুদ পথরেখার মতো সুন্দর। মানুষ গুলো জানে না,…

স্বাস্থ্য সেবা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব

স্বাস্থ্য সকল সুখের মূল এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ই ফেব্রুয়ারী সেইভ আর্থ থাকছে লালমাই…

জীবনের অসহনীয় কতশত গল্প

শিকড়হীন বেড়ে উঠা মানুষ জানে না ভাঙনের অস্তিত্ব কতটা কঠিন। নুন আন্তে যাদের পান্তা ভাত…