



ভোরের আলো ফুটেজে আস সুন্নাহ মাদরাসা মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে। শিশুদের মানসিকতা বিকাশ ও সুস্থতার অপরিহার্য অংশ আমাদের প্রকৃতি। কুয়াশা জড়ানো নিবিড় কাশের মতো শিশুরা ঝাপটে আছে আমাদের পরিবেশের সাথে।
বৃক্ষ যেন আমাদের গল্পকাঁথা। সেইভ আর্থ পরিবেশকে সুন্দর ও মায়াবী গড়ে তুলতে কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এ ধারাবাহিকতায় আস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ সম্পূর্ণ হয়েছে সফল ভাবে।

সমাজে বিদ্যমান ক্ষতিকর পদার্থ দূর করার অন্যতম মাধ্যম বৃক্ষরোপণ। প্রতিদিন বায়ু দূষণ, শব্দ দূষণ ও পরিবেশ দূষণের কারণে নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে আমাদের পরিবেশ। পরিবেশকে সতেজ প্রবহমান তৃণমূলের অংশীদার করতে সেইভ আর্থ বৃক্ষরোপণ কর্মসূচী করবে প্রতি সপ্তাহে।
আমাদের কার্যক্রমে অংশীদার হতে অনুদান পাঠান
বিকাশ:01778860757
