



পরিবেশ আমাদের মিয়ম্রাণ সৌন্দর্যের প্রতীক। সবুজ ঘন অরণ্যের মাঝে চির তারুণ্যের সৌন্দর্য যেন তাকিয়ে থাকে বিশালতা নিয়ে। সেইভ আর্থ পরিবেশ রক্ষায় একনিষ্ঠ সেবকের মতো দিনরাত কাজ করে যাচ্ছে। প্লাস্টিক বর্জ্য আমাদের সমাজ, রাষ্ট্র ও পরিবারের জন্য ক্ষতিকর।
সেইভ আর্থ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে প্রথম দিককার মানুষের আবেগপ্লুত সাঁড়ায় আনন্দিত। আজ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে আমরা ফুল ও চারাবীজ উপহার প্রদান করেছি।
আমরা সবসময় সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবো।