কুমিল্লা দেবিদ্বার উপজেলায় সেইভ আর্থ অর্গানাইজেশনের সহযোগিতায় ১৫০টি পরিবারের নিকট শীতবস্ত্র উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়। আজ সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামে আমিন উদ্দিন সরকার মাদ্রাসা মাঠে “শীতার্তদের মাঝে খুশির ছোঁয়া” শিরোনামে গরীব ও দুস্থ পরিবারে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। সেইভ আর্থ অর্গানাইজেশন গরীব ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। প্রজেক্ট কম্বলের আওতায় উইন্টার ড্রাইভ ২০২৪-২৫ অর্থবছরে ৫০০টি পরিবারের নিকট শীতবস্ত্র উপহার দেওয়া হয়। জোহরা বেগম শীতবস্ত্র পেয়ে জানান, শীত থেকে বাঁচার জন্য খোদা আমাদের গরম পোষাক পাঠিয়েছেন। মহান সৃষ্টিকর্তার শুকরিয়া তিনি আমাদের পাশে আপনাদের মাধ্যমে রয়েছেন। সেইভ আর্থ অর্গানাইজেশন মানুষের কল্যাণে কাজ করছে এমন মন্তব্য করতে গিয়ে অবসরপ্রাপ্ত মেজর এ.কে এম বদরুল আমিন জানান, আমার এলাকার মানুষ হাসিখুশি মুখে বাড়ি ফিরছেন। এর চেয়ে সুন্দর দৃশ্য অন্য কিছু নয়।