এক টুকরো ভালোবাসা ছড়িয়ে দিতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় কাজ করছে সেইভ আর্থ অর্গানাইজেশন। ছোট উপসংহারে রাতদিন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সেইভ আর্থের স্বেচ্ছাসেবীরা।
কুমিল্লা বি-পাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বাসিন্দা মোখলেছুর হোসেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে বহুদিন মাংস খায়নি। ঠিকমত তিনবেলার ভরণ পোষণ করাই তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। সেইভ আর্থ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবী আরিফের উদ্যেগ মোখলেছু ভাইকে মাংস উপহার হিসেবে প্রদান করে সেইভ আর্থ।
বহুদিন পর তিনি হেসেছিলেন। সেইভ আর্থ তার পরিবারের নিকট কৃতজ্ঞ। মোখলেছুর হোসেনের পরিবারের সহায়তায় আপনারারও এগিয়ে আসতে পারেন।
আমাদের সহযোগিতা করতে পারেন
বিকাশ: 01778860757
আমাদের ফেইসবুক পেজ
https://www.facebook.com/SaveEarthSociety/