জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেছে সেইভ আর্থ অর্গানাইজেশন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড. এম মিজানুর রহমান ও কুমিল্লা জেলা প্রশাসক জনাব মো: আমিরুল কায়ছার উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান পালিত হয়। জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে সেইভ আর্থ অর্গানাইজেশন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল। সেইভ আর্থ অর্গানাইজেশনের এই উদ্যোগ শুধু সমাজে ইতিবাচক বার্তা প্রদান করেনি, বরং অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে সমাজসেবার কাজে এগিয়ে আসার জন্য।