
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনবাসনের লক্ষ্য অভিযাত্রিক ফাউন্ডেশন সহায়তা ঘর নিমার্ণ করে দিচ্ছে সেইভ আর্থ সোসাইটি।
মাহে আলম একজন প্রতিবন্ধী। তার আয়ের উৎস নেই। জীবনে পথচলার প্রতিটি ধাপে সে ছিল নিরুপায় এক মানুষের আত্ম কথা। হাঁটতে না পারলে ও সে চায় তার নিজেরও বাড়ি হোক। নিজের ছোট ঘরে তার স্বপ্নের দিনগুলি অনায়াসে কেটে যাক।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মাহে আলমের স্বপ্নের সে ঘর ভেঙে চূরমার হয়েছে। সে ঘর নিমার্ণে সহায়তা করতে এগিয়ে এসেছে অভিযাত্রিক ফাউন্ডেশন। তাদের সহযোগিতায় সেইভ আর্থের স্বেচ্ছাসেবীগণ প্রতিনিয়ত কষ্ট করে নিমার্ণ করছে একটি স্বপ্নের বাড়ি।


