
জন মানুষের সেবায় আত্মার মুক্তি জন্য গান রচনা করেই লালন ফকির আত্মশুদ্ধির সন্ধানের কথা বলেছেন। আত্মমানবতার সেবায় নিজেদের বিকশিত এক সমাজ পহার দিতে নিরলস কাজ করছে সেইভ আর্থ সোসাইটির স্বেচ্ছাসেবীগণ।
তাদের অক্লান্ত পরিশ্রমের জনমানুষের দূভোর্গ লাগবে ট্রাফিকের দায়িত্বে কাজ করছে সেইভ আর্থ সোসাইটির স্বেচ্ছাসেবীগণ।
পূজাকে আরো সুন্দর ও নাশকতাহীন করে গড়ে তুলতে সেইভ আর্থ সোসাইটি সবর্দা মানুষের পাশে ও জনগণের পাশে থাকবে।


