
মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। সেই লক্ষ্যকে সামনে রেখে সেইভ আর্থ সোসাইটি ও অভিযাত্রিক ফাউন্ডেশন কুমিল্লা জেলায় একটি মানবিক কাজ সম্পন্ন করেছে—নিমার্ণ করা হয়েছে চারটি নতুন ঘর, যা ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।
এই মহৎ কাজের অন্যতম অংশীদার হিসেবে উপস্থিত ছিলেন হুয়াওয়ে মোবাইল ফোনের কান্ট্রি ডিরেক্টর মি. হেভেন। তিনি নিজ হাতে অসহায় পরিবারগুলোর নিকট ঘরের চাবি বুঝিয়ে দেন এবং এ সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে থেকে দীর্ঘ মেয়াদে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন:

"মানুষের কল্যাণে পাশে থাকাই হুয়াওয়ের অঙ্গীকার। বাংলাদেশে আমরা শুধু প্রযুক্তি নয়, মানবিক উন্নয়নেও কাজ করতে চাই।"
এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে সহযোগী হয়ে সেইভ আর্থ সোসাইটি আবারও প্রমাণ করেছে যে, মানুষের পাশে থাকার অঙ্গীকার শুধু মুখের কথা নয়, তা বাস্তব কর্মেই প্রতিফলিত হয়। আমরা বিশ্বাস করি—মানবতার ছায়া হয়ে পাশে দাঁড়ানোই সমাজ গঠনের প্রথম ধাপ।


গ্রামীণ মানুষের জীবনযাত্রা উন্নত করতে, আশ্রয়হীনদের আশ্রয় দিতে, সচেতনতা বাড়াতে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতেই সেইভ আর্থ সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
🌿 মানুষের পাশে থাকব ছায়ার মতো, উন্নয়নের পথে হব আলোর দিশারি। কুমিল্লা থেকে ছড়িয়ে পড়ুক ভালোবাসার এই মানবিক আলোকছায়া সারা বাংলাদেশে। 🌿